بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ | |
| শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। | |
| وَالتِّينِ وَالزَّيْتُونِ |
01
|
| শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের, | |
| وَطُورِ سِينِينَ |
02
|
| এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের, | |
| وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ |
03
|
| এবং এই নিরাপদ নগরীর। | |
| لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ |
04
|
| আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। | |
| ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ |
05
|
| অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে। | |
| إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ |
06
|
| কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার। | |
| فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ |
07
|
| অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে? | |
| أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ |
08
|
| আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন? | |
শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৩
৯৫) সূরা ত্বীন ( ডুমুর ) আয়াত সংখাঃ ৮ - ( মক্কায় অবতীর্ণ )
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন