বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৩

৯৮) সূরা বাইয়্যিনাহ (সুস্পষ্ট প্রমাণ) আয়াত সংখাঃ ৮ - ( মক্কায় অবতীর্ণ )



بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ 
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 
 
لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ مُنفَكِّينَ حَتَّى تَأْتِيَهُمُ الْبَيِّنَةُ
01
আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের ছিল, তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত। 
 
رَسُولٌ مِّنَ اللَّهِ يَتْلُو صُحُفًا مُّطَهَّرَةً
02
অর্থাৎ আল্লাহর একজন রসূল, যিনি আবৃত্তি করতেন পবিত্র সহীফা, 
 
فِيهَا كُتُبٌ قَيِّمَةٌ
03
যাতে আছে, সঠিক বিষয়বস্তু। 
 
وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءتْهُمُ الْبَيِّنَةُ
04
অপর কিতাব প্রাপ্তরা যে বিভ্রান্ত হয়েছে, তা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই। 
 
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاء وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ
05
তাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম। 
 
إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أُوْلَئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ
06
আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম। 
 
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُوْلَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ
07
যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই সৃষ্টির সেরা। 
 
جَزَاؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ
08
তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্যে, যে তার পালনকর্তাকে ভয় কর। 

৯৯) সূরা যিলযাল (ভূমিকম্প) আয়াত সংখাঃ ৮ - ( মদীনায় অবতীর্ণ ),



بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ 
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 
 
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا
01
যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, 
 
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا
02
যখন সে তার বোঝা বের করে দেবে। 
 
وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا
03
এবং মানুষ বলবে, এর কি হল ? 
 
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
04
সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, 
 
بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا
05
কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন। 
 
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ
06
সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। 
 
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
07
অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে 
 
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
08
এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। 

১০০) সূরা আদিয়াত (অভিযানকারী) আয়াত সংখাঃ ১১ - ( মক্কায় অবতীর্ণ ),



بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ 
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 
 
وَالْعَادِيَاتِ ضَبْحًا
01
শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের, 
 
فَالْمُورِيَاتِ قَدْحًا
02
অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের 
 
فَالْمُغِيرَاتِ صُبْحًا
03
অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের 
 
فَأَثَرْنَ بِهِ نَقْعًا
04
ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে 
 
فَوَسَطْنَ بِهِ جَمْعًا
05
অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে- 
 
إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ
06
নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ। 
 
وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ
07
এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত 
 
وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ
08
এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত। 
 
أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ
09
সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে 
 
وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ
10
এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে? 
 
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ
11
সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত। 

১০১) সূরা কারেয়া (মহাসংকট) আয়াত সংখাঃ ১১ - ( মক্কায় অবতীর্ণ ),



بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ 
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 
 
الْقَارِعَةُ
01
করাঘাতকারী 
 
مَا الْقَارِعَةُ
02
করাঘাতকারী কি? 
 
وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ
03
করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ? 
 
يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ
04
যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত 
 
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ
05
এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত। 
 
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ
06
অতএব যার পাল্লা ভারী হবে, 
 
فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
07
সে সুখীজীবন যাপন করবে। 
 
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ
08
আর যার পাল্লা হালকা হবে, 
 
فَأُمُّهُ هَاوِيَةٌ
09
তার ঠিকানা হবে হাবিয়া। 
 
وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ
10
আপনি জানেন তা কি? 
 
نَارٌ حَامِيَةٌ
11
প্রজ্জ্বলিত অগ্নি! 

১০২) সূরা তাকাসূর (প্রাচুর্যের প্রতিযোগিতা) আয়াত সংখাঃ ৮ - ( মক্কায় অবতীর্ণ ),



بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ 
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 
 
أَلْهَاكُمُ التَّكَاثُرُ
01
প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে, 
 
حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ
02
এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও। 
 
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
03
এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে। 
 
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
04
অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে। 
 
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ
05
কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে। 
 
لَتَرَوُنَّ الْجَحِيمَ
06
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, 
 
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ
07
অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে, 
 
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
08
এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। 

১০৩) সূরা আছর (সময়) আয়াত সংখাঃ ৩ - ( মক্কায় অবতীর্ণ ),



بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ 
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 
 
وَالْعَصْرِ
01
কসম যুগের (সময়ের), 
 
إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ
02
নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত; 
 
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
03
কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।